
আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ফ্রান্স বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্যারিস সংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে অনুষ্ঠিত দল মত নির্বিশেষে দোয়া মাহফিলে সবাই উপস্থিতিত ছিলেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।
বক্তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন।
তারা বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগন তাঁর জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমান। ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের মিশন উপ-প্রধান এহসানুল হক, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক সহ সভাপতি শাহ জামাল, সহ সভাপতি রশিদ পাটোয়ারী, তসলিম আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহম্মেদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি আবদুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, জাসাসের সদস্য সচিব মেহেদি হাসান রনি সহ ফ্রান্স বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।