চবির ‘এ’ ইউনিটে শান্তিপূর্ণ পরীক্ষা, প্রতি আসনে লড়াই প্রায় ৮০ জন

Home Page » প্রথমপাতা » চবির ‘এ’ ইউনিটে শান্তিপূর্ণ পরীক্ষা, প্রতি আসনে লড়াই প্রায় ৮০ জন
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


চবির ‘এ’ ইউনিটে শান্তিপূর্ণ পরীক্ষা, প্রতি আসনে লড়াই প্রায় ৮০ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এই তিন বিভাগের কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৯০ দশমিক ৫৯ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট ৮৭ হাজার ৬৯৪ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৯ হাজার ৪১০ জন। বাকি আট হাজার ২৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী সমকালকে বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ আসেনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, এবার তিনটি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমেছে। পাশাপাশি হেল্প সেন্টার, ছয়টি ইনফরমেশন সেন্টার এবং অভিভাবকদের বসার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে।

‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ– এই চারটি অনুষদে মোট এক হাজার ৯৩টি আসন রয়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৮০ শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার পরবর্তী সূচি অনুযায়ী, শনিবার ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ জানুয়ারি ডি-১, ৭ জানুয়ারি বি-১ এবং ৮ জানুয়ারি বি-২ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় সব মিলিয়ে দুই লাখ ৩৩ হাজার ৩২৬ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১:৫১:৩৫ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ