ঢাকা-১৫ আসনে জামায়াত ও বিএনপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Home Page » প্রথমপাতা » ঢাকা-১৫ আসনে জামায়াত ও বিএনপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা হয়েছে। তবে সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থী ও তার প্রতিনিধির উপস্থিতিতে এ সিদ্ধান্ত দেন।

এই আসনে ৯ জনের মধ্যে তিনজনের বাতিল, পাঁচজনের বাতিল ও একজনের মনোনয়নপত্র পেন্ডিং রয়েছে।

ইউনুচ আলী জানান, সব কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় জামায়াতের মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরামের একেএম শফিকুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।

দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির প্রার্থী মনোনয়নপত্র বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাতীয় পার্টির শামসুল হকের মামলা তথ্য নিয়ে মনোনয়নপত্র সিদ্ধান্ত পরে দেওয়া হবে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৩:২১:২২ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ