শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
মাদারীপুরে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৩৭ শিক্ষার্থী
Home Page » প্রথমপাতা » মাদারীপুরে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৩৭ শিক্ষার্থীমাদারীপুরে জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে সদর উপজেলার দুই শতাধিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণীর ২৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের চরমগুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক’শ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন মাদারীপুর সরকারি গণগ্রন্থাগারের সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা ও মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান।
জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আগে উপজেলার রাস্তি ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার পুরো সদর উপজেলার দুই শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আগামীতে এই পরিসর আরও বৃদ্ধি করা হবে।
জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের সভাপতি মো. ইব্রাহিম মিয়া বলেন, বেসরকারিভাবে পাঠাগারের উদ্যোগে আয়োজিত উৎসব মুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বৃত্তিপ্রাপ্ত ৫০ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে এককালীন নগদ অর্থ তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৯ ● ৩৫ বার পঠিত