
প্রথমবার বিপিএলে অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টানা পাঁচ ম্যাচে পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। প্লে-অফের আশা টিকিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচেই জয়ের বিকল্প নেই তাদের সামনে।
এই বাস্তবতা মাথায় রেখে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছে নোয়াখালী। আগের ম্যাচ থেকে চারজন ক্রিকেটারকে বাদ দিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান রানা। বাদ পড়েছেন হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, আবু হাশিম ও রেজাউর রহমান রাজা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নামছে নোয়াখালী। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এদিকে রাজশাহী ওয়ারিয়র্সও একাদশে পরিবর্তন এনেছে। তিন বিদেশি ক্রিকেটারের জায়গায় নতুন মুখ দেখা যাচ্ছে এই ম্যাচে। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ ও হুসাইন তালাতের বদলে খেলছেন মোহাম্মদ ওয়াসিম, রায়ান বার্ল ও হাসান মুরাদ। এই ম্যাচে তিনজন বিদেশি নিয়েই মাঠে নেমেছে রাজশাহী।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ:
মোহাম্মদ নবী, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দীপু, হায়দার আলি, মেহেদি হাসান রানা, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি, মাজ সাদাকাত।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:
মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, রায়ান বার্ল, এসএম মেহেরব হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ।