সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্র না নিলে রাশিয়া-চীন গ্রিনল্যান্ডের দখল নেবে: ডোনাল্ড ট্রাম্প

Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্র না নিলে রাশিয়া-চীন গ্রিনল্যান্ডের দখল নেবে: ডোনাল্ড ট্রাম্প
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


যুক্তরাষ্ট্র না নিলে রাশিয়া-চীন গ্রিনল্যান্ডের দখল নেবে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেনমার্কের কৌশলগত আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ডের দখল রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে যাওয়া ঠেকাতে চান তিনি। এ জন্য যুক্তরাষ্ট্রের এটি অধিগ্রহণ করা প্রয়োজন।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে রোববার সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা যদি গ্রিনল্যান্ড না নেই, তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড নেবে। আমি তা হতে দেব না। যে কোনোভাবে গ্রিনল্যান্ড আমাদেরই হবে।’

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ট্রাম্পের দাবি হলো- গ্রিনল্যান্ডও চায় না রাশিয়া বা চীন তাদের দখল নিক। তাই নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে গ্রিনল্যান্ডের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়া।

যুক্তরাষ্ট্র ভূখণ্ড ইজারা নেওয়ার বিষয়ে আগ্রহী নয়। স্থায়ী অধিগ্রহণই লক্ষ্য। এ কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইজারা বা স্বল্পমেয়াদি ব্যবস্থা নয়। আমরা অধিগ্রহণের কথা বলছি। যদি এটা না করি, রাশিয়া বা চীন করবে। আমি প্রেসিডেন্ট থাকাকালে তা হবে না।’

দ্য গার্ডিয়ান জানিয়েছে, অল্প কিছুদিনের মধ্যে চলমান বিষয় নিয়ে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে পারে। সম্প্রতি চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটি যৌথ বিবৃতি দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন। সেখানে তিনি বলেন, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশ হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডারদেরই নির্ধারণ করতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০১ ● ৯ বার পঠিত