হাদি হত্যার বিচারের দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ

Home Page » প্রথমপাতা » হাদি হত্যার বিচারের দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


হাদি হত্যার বিচারের দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে  সমাবেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার মাইনাস সাত তাপমাত্রার মধ্যে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে প্রবাসী সংগঠক মো.ইমদাদুল সাদিকের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।

সমাবেশে মো.ইমদাদুল সাদিক বলেন, হাদীর প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। প্রহসনের চার্জশিট প্রবাসী ডায়াস্পরা মেনে নেবে না। যদি বিচার আদায় না হয় এবং বিচারে বিলম্ব পরিলক্ষিত হয়। তাহলে নিয়মিত কর্মসূচির মাধ্যমে প্রবাসীদের আরও ঐক্যবদ্ধ করে ‘রেমিট্যান্স’ বন্ধ করা হবে।

বক্তারা বলেন, হাদি মৃত্যুর আগে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। প্রতিবেশী ভারত যাতে আধিপত্য বিস্তার না করতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছিলেন। আর এসব কারণেই ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে।

মিলাদিন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী রুজমিলা খন্দকার মিলা বলেন, হাদিকে মননে মর্জিতে ধারণ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শাহিদা আক্তার রুনু, ফয়জুল্লাহ ফাইয়াজ, আলিম মিয়া, খালেদ বিন রশিদ, সৈয়দ মাহিন, আব্দুল্লাহ আল নোমান, মুনশি জুমরাদ, তাজুল ইসলাম, লিখন, তাঞ্জিদ নাহিয়ানসহ আরও অনেকে

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ