জাতীয় পার্টির ৮ প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও বাতিল

Home Page » প্রথমপাতা » জাতীয় পার্টির ৮ প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও বাতিল
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬


জাতীয় পার্টির ৮ প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ষষ্ঠ দিনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির আটজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে ইসি। বাতিলদের মধ্যে রয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুও।

আনিসুল ইসলাম মাহমুদ জাপার এই অংশের চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি। দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ তার বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পাননি আপিল শুনানিতেও।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানির ষষ্ঠ দিনের প্রথমার্ধে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৩০ ক্রমিকের মোট ৫০টি আপিলের শুনানি নিষ্পত্তি করে ইসি। এ সময় আনিসুল ইসলাম মাহমুদসহ আট প্রার্থীর আইনজীবী জানান, এ বিষয়ে আদালতের রিট রয়েছে। রায় না হওয়া পর্যন্ত শুনানি স্থগিত রাখার অনুরোধ জানান তারা। তবে ইসি তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নামঞ্জুর করেন।

এদিকে আপিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ দলটির আরও পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ নিয়ে তিনিসহ সিপিবির ১৭ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেন।

এর আগে ৩ জানুয়ারি সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমের সময় আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। মনোনয়নপত্র বাতিলের পর ক্ষোভ জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাইয়ের সময় তার প্রস্তাবক ও সমর্থককে অপহরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২০:৫৪ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ