চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Home Page » প্রথমপাতা » চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬


চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

চীনের উত্তরাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৪ জন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (গ্রিনিচ সময় সকাল ৭টা) ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় কেঁপে ওঠার মতো কম্পন অনুভূত হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কারখানার ভেতরে ও আশপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। অনেক জায়গায় ছাদ ধসে পড়ে এবং পাইপ ভেঙে যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাওগাং ইউনাইটেড স্টিল চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত লোহা ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৩৪ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ