
নেত্রকোণার বারহাট্টায় মাদক, চোরাচালান, জুয়াসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বারহাট্টা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখা।
সভায় বক্তারা বলেন, মাদক, চোরাচালান ও জুয়া সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এসব অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এর প্রভাবে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে মাদকাসক্তি মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝায় পরিণত করে। অনেক ক্ষেত্রে জীবনও বিপন্ন হয়ে পড়ে।
বক্তারা আরও বলেন, এই ভয়াবহ ব্যাধি থেকে মুক্তির অন্যতম উপায় হলো সমাজব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। এক্ষেত্রে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ ইচ্ছায় এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে সমাজ থেকে এসব অপকর্ম নির্মূল করা সম্ভব।
সভার প্রধান অতিথি ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার সভাপতি আজিজুল হক ফারুক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান হীরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার উপদেষ্টা ও বারহাট্টা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আহমদ বাবুল, উপদেষ্টা ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, উপদেষ্টা ও বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, উপদেষ্টা ও বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু এবং উপদেষ্টা ও কিশলয় শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান খান।
সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বারহাট্টা শাখার সহ-সভাপতি মো. লতিবুর রহমান খান, মো. রুকুনুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পিযুশ কান্তি গুণ, সাংগঠনিক সম্পাদক মামুন কৌশিক, অর্থ সম্পাদক রিপন গুণ, দপ্তর সম্পাদক পলাশ খান, নারী বিষয়ক সম্পাদক দিপ্তী রানী সরকার, প্রচার সম্পাদক ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া সম্পাদক আরিফ বিল্লাহ জামিলসহ কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
অংশগ্রহণকারীরা মাদক, চোরাচালান ও জুয়াবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।