মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬
আইফোন ১৮ প্রো’র তথ্য ‘ফাঁস’, থাকছে কোন কোন ফিচার
Home Page » জাতীয় » আইফোন ১৮ প্রো’র তথ্য ‘ফাঁস’, থাকছে কোন কোন ফিচারস্মার্টফোন প্রেমীদের জন্য ২০২৬ সালের শুরুতেই বড় চমক নিয়ে হাজির হয়েছে অ্যাপল। দীর্ঘ প্রতীক্ষার পর ফাঁস হয়েছে আইফোন ১৮ প্রো সিরিজের সম্ভাব্য সব তথ্য, যা এরই মধ্যে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
২০২৬ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া এই নতুন সিরিজে এমন কিছু বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে যা গত কয়েক বছরের আইফোন ডিজাইনকে পুরোপুরি বদলে দিতে পারে। সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে যাচ্ছে আইফোনের ডিসপ্লেতে। গুঞ্জন শোনা যাচ্ছে, অ্যাপল এবার তাদের ফেস আইডি সেন্সরগুলোকে সরাসরি স্ক্রিনের নিচে নিয়ে যাচ্ছে। এর ফলে বর্তমানের পিল-শেপ বা ডাইনামিক আইল্যান্ড আরও ছোট হয়ে যাবে এবং সেলফি ক্যামেরার জন্য কেবল একটি ছোট পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। অনেক লিকস্টার দাবি করছেন, এই ক্যামেরাটি স্ক্রিনের মাঝখান থেকে সরিয়ে ওপরের বাম কোণে স্থাপন করা হতে পারে, যা আইফোন ইউজারদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হবে।
ক্যামেরা প্রযুক্তিতেও অ্যাপল এবার ডিএসএলআর মানের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করছে। আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স মডেলে প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম যুক্ত হতে পারে। এর ফলে ব্যবহারকারীরা লেন্সের অ্যাপারচার বা আলোর প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করতে পারবেন। সহজ কথায়, কম আলোতে লেন্স বড় হয়ে বেশি আলো গ্রহণ করবে এবং উজ্জ্বল আলোতে স্বয়ংক্রিয়ভাবে ছোট হয়ে আসবে। যা পেশাদার ফটোগ্রাফির মতো ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে ইফেক্ট তৈরি করতে সাহায্য করবে। ফোনের ভেতরে শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে থাকছে টিএসএমসির তৈরি ২ ন্যানোমিটার আর্কিটেকচারের এ২০ প্রো চিপসেট। এই চিপসেটটি আগের তুলনায় প্রায় ১৫ শতাংশ দ্রুত এবং ৩০ শতাংশ বেশি সাশ্রয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
ডিজাইনের ক্ষেত্রেও আইফোন ১৮ প্রো সিরিজে নতুনত্বের ছোঁয়া থাকছে। সাধারণ টাইটানিয়াম ফিনিশের পাশাপাশি এবার বারগান্ডি, ডার্ক পার্পল এবং কফি ব্রাউন বা কফি শেডের মতো বেশ কিছু আকর্ষণীয় রঙে ফোনটি দেখা যেতে পারে। বিশেষ করে বারগান্ডি কালারটি নিয়ে টেক দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এছাড়া কানেক্টিভিটির উন্নতির জন্য অ্যাপল নিজস্ব সি-টু মডেম ব্যবহার করতে পারে, যা ফাইভ-জি এবং স্যাটেলাইট কমিউনিকেশনকে আরও উন্নত করবে।
ব্যাটারির ক্ষেত্রেও প্রো ম্যাক্স মডেলে ৫,১০০ এমএএইচ-এর বড় ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করবে। যদিও এই সব তথ্যই এখনো অনানুষ্ঠানিক লিক বা গুজবের ওপর ভিত্তি করে পাওয়া। সামনে অ্যাপল কি চমক নিয়ে আসে তা, দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬:৩১:১২ ● ১৯ বার পঠিত