বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা ধ্বংস
Home Page » জাতীয় » রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা ধ্বংসরাঙ্গামাটির কাউখালি উপজেলার কলাপাড়া, নাইল্লাছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘মঙ্গলবার ভোরবেলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার কলাপাড়া, নাইল্লাছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।
সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের তৈরি ৪টি রাইফেল ট্রেঞ্চ, ৩টি পর্যবেক্ষণ চৌকি এবং ৩টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়। ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের উৎখাতের লক্ষ্যে উক্ত স্থানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ১০:২৮:১৫ ● ৯ বার পঠিত