বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬

গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ

Home Page » সংবাদ শিরোনাম » গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ

নোয়াখালী‌ জেলার বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী ও জে.এস.ডি স্থায়ী কমিটির সদস্য মোঃ সিরাজ মিয়া বলেন, ৫ জুলাই দেশের গনতন্ত্র পুনঃরূদ্বার হয়েছে, কিন্তু পূনঃপ্রতিষ্ঠিত হয়নি।১২ ফেব্রুয়ারীর নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশকে একটি শক্তিশালী গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো।তাই এ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো চাচ্ছে দেশকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে। তিনি গতকাল বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে তাঁর নির্বাচনী প্রতীক তারা মার্কার সামর্থনে গনসংযোগ শেষে সংক্ষিপ্ত ভাষনে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,জে.এস.ডি দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন, জেলা জে.এস.ডি সাধারণ সম্পাদক নূর রহমান, বেগমগঞ্জ উপজেলা জে.এস.ডি সভাপতি গোলাম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন, জাতীয় যুব পরিষদ এর সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্বপন, প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:২৫:০৪ ● ৩৫ বার পঠিত