মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৪
দুর্গাপুরে ৬ জন সাজাপ্রাপ্ত ও ফেরারী আসামী গ্রেফতার
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে ৬ জন সাজাপ্রাপ্ত ও ফেরারী আসামী গ্রেফতার
তমালসাহা। স্টাফ রিপোর্টার ,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)নেত্রকোনার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ই্সলাম খানের বিশেষ পুলিশী অভিযানে সোমবার গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের আটলা, জাগীরপাড়া, কাকরাকান্দা, মাইজপাড়া ও জগৎকুড়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জনসাজা প্রাপ্ত ও ফেরারী আসামীদের গ্রেফ্তার করে।
দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, আটলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে জিলফত আলী, একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে লিটন মিয়া,কাকরাকান্দা গ্রামের মিয়ার বাপের ছেলে শাহ্জাহান, জাগীরপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে আমিনুল ইসলাম, মাইজপাড়া গ্রামের আমছর আলীর ছেলে আনোয়ার হোসেন ও জগৎকুড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে জমির উদ্দিন। উক্ত ৬ জন বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও ফেরারী আসামী।
বাংলাদেশ সময়: ২২:৫৫:০৫ ৫২৮ বার পঠিত