
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৪
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল
Home Page » জাতীয় » কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলবঙ্গ-নিউজ ডটকমঃ টাঙ্গাইল- ৮ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।আজ ছিল মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন।
রিটার্নিং অফিসার সৈয়দ খুরশীদ আনোয়ার যাচাই-বাছাইয়ের পর কাদের সিদ্দিকীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ওই আসনের সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মারা গেলে আসনটি শূণ্য হয়।
আগামী ২৯ মার্চ এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:৫১ ৪২০ বার পঠিত