শনিবার, ১৫ মার্চ ২০১৪
আশুলিয়ায় যুবকের লাশ উদ্ধার
Home Page » প্রথমপাতা » আশুলিয়ায় যুবকের লাশ উদ্ধার
বঙ্গ-নিউজ ডটকমঃ শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর এলাকা থেকে এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে নবীনগরের সিএনজি পাম্পের সামনে থেকে কাঁথায় মোড়ানো লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে নবীনগর সিএনজি পাম্পের সামনে রাস্তার মোড়ে কাঁথা দিয়ে মোড়ানো এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বঙ্গ-নিউজকে জানান, নিহত যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, অন্য কোনো স্থানে ওই যুবকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১:৪৮:১৩ ৪৫২ বার পঠিত