রবিবার, ২৩ মার্চ ২০১৪
দুর্গাপুরে লিংকেজ ও নেটওয়াকিং সভা অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » দুর্গাপুরে লিংকেজ ও নেটওয়াকিং সভা অনুষ্ঠিত
তমাল সাহা স্টাফ রির্পোটার
সুসং দুর্গাপুর (নেত্রকোণা) জেলার দুর্গাপুরে কারিতাস আইসিডিপি এর আয়োজনে রবিবার লিংকেজ ও নেটওয়াকিং শীর্সক দীনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্রিলিয়ান্ট চিরান, সিডিও এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, উপজেলা সমবায় অফিসার দুর্গাপুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পংকজ মারাক সভাপতি এনজিও সমন্বয় পরিষদ দুর্গাপুর, বাবুল দার্জেল ,সনৎ সাহা আঞ্চলিক ব্যবস্থাপক ইভেন্টফুল বাংলাদেশ সোসাইটি ও সদস্য দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি দুর্গাপুর, আদর্শ সমাজিক প্রগতি সংস্থার প্রকল্প পরিচালক ও সাংবাদিক তমাল সাহা প্রমূখ।
এছাড়াও এই সেমিনারে দুর্গাপুর উপজেলার গারো আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৩১ ৪৩৩ বার পঠিত