
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০১৪
ট্রেনের ধাক্কায় ৩ ভটভটি আরোহী নিহত
Home Page » জাতীয় » ট্রেনের ধাক্কায় ৩ ভটভটি আরোহী নিহত
বগুড়া সোনাতলা উপজেলায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভটভটিতে আরোহী তিনজন নিহতে এবং আরো দুইজন আহত হয়েছে।
Print Friendly and PDF
0
0
12
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ভেলুরপাড়া লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভটভটি চালক আলম (৪৫), সোনতলা কাবিলপুরের বাসিন্দা তাহের (৩০) ও গৈরচৈতন্যপুরের বাসিন্দা নায়েব আলী (৪৫)।
আহত দুজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া রেলের উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
সোনাতলা থানার ওসি খালেকুজ্জামান বলেন, “ভটভটি করে গবাদিপশু নিয়ে ভেলুরপাড়া কলেজ স্টেশনে গরুর হাটে যাচ্ছিল।
“ক্রসিং পার হওয়ার সময় লাইনের উপর ভটভটি বিকল হয়ে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় তিনজন ঘটনাস্থলে মারা গেছে।”
এছাড়া ভটভটিতে থাকা একটি গরু ও দুটি ছাগলও মারা যায় বলে জানান।
বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩৭ ৩৭৪ বার পঠিত