মঙ্গলবার, ১ এপ্রিল ২০১৪
খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ
Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ
বঙ্গ-নিউজ ডটকমঃবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বেআইনি ও অন্যায়ভাবে চার্জ গঠনের প্রতিবাদে কালো পতাকা সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কর্মসূচি শুরু হয়।সংগঠনের ঢাকা বার শাখার সভাপতি সানাউল্লাহ মিয়া এতে সভাপতিত্ব করছেন। এছাড়াও সভায় খোরশেদ আলম, মহসিন মিয়া, ইকবাল হোসেনসহ প্রায় ৫০ জন নেতাকর্মী উপস্থিত আছেন।
গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় কর্তৃক অভিযোগ গঠনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ মানববন্ধন কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ সময়: ১৪:১৮:১৪ ৪৫৬ বার পঠিত