
বুধবার, ২ এপ্রিল ২০১৪
যৌবনা…………।
Home Page » সাহিত্য » যৌবনা…………।
যৌবনা
বুড়ী গঙ্গা বুড়ী
তো্মার যৌবন গেছে চুরি
তোমার বয়স একশ কুড়ি
দঁত তো্মার ভাঙ্গা
খাও চা মুড়ি।
বুড়ী গঙ্গা বুড়ী
তো্মার উপর ভুমি দশ্যুরা
করছে বাহাদুরি।
তো্মার জলধারার গলায়
চালিয়েছে ছুরি
বুড়ী গঙ্গা বুড়ী,
সব আপদ যাক উড়ি
তুমি হও নব যৌবনা।
কল্লোরিত নতুন বুড়ি।
বাংলাদেশ সময়: ১৪:৩২:২৫ ৪৭৭ বার পঠিত