শুক্রবার, ২৫ এপ্রিল ২০১৪
শাহজালালে ২৪টি সোনার বারসহ যাত্রী আটক
Home Page » আজকের সকল পত্রিকা » শাহজালালে ২৪টি সোনার বারসহ যাত্রী আটক
ডেস্করিপোর্টঃশুল্ক গোয়েন্দা অধিদপ্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার সকালে ২৪ পিস সোনার বারসহ (তিন কেজি) মো. বাশার নামের এক যাত্রীকে আটক করেছে।বাশার আজ সকালে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে চড়ে ঢাকায় আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, তল্লাশির সময় সোনার বারগুলো আটক ব্যক্তির জুতা ও শরীরের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১:২৬:০২ ৩৮৯ বার পঠিত