রবিবার, ২৭ এপ্রিল ২০১৪
বিমানে মাতলামির খেসারত ১০ হাজার ডলার
Home Page » জাতীয় » বিমানে মাতলামির খেসারত ১০ হাজার ডলার
বঙ্গ-নিউজ ডটকমঃ লন্ডন থেকে বৃদ্ধা মা’কে নিয়ে বিমানের বিজি ০১৮ ফ্লাইটে করে সিলেট আসছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আঙ্গু মিয়া। কিন্তু উড়ন্ত বিমানে বিশৃঙ্খলা, মাতলামি ছাড়াও আসনের মনিটরটিও ভেঙ্গে ফেলেন তিনি। এছাড়া দুর্ব্যবহার করেন বিমানের ক্রুদের সঙ্গে।
রোববার সকাল ৯টায় ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই পাইলটসহ ক্রুরা আঙ্গু মিয়াকে আটক করে বিমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে বিমান কর্তৃপক্ষ মনিটরের দাম বাবদ ১০ হাজার ডলার জরিমানা করেন আঙ্গু মিয়াকে। দুপুরের দিকে জরিমানার টাকা পরিশোধ করে তবেই ছাড়া পান আঙ্গু মিয়া।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আবুল কালাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উড়ন্ত বিমানে বিশৃঙ্খলা, মাতলামি ও আসনের মনিটর ভেঙ্গে ফেলার দায়ে অভিযুক্ত যাত্রী আঙ্গু মিয়াকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ করার পর বিমানবন্দর থেকে ছাড়া পেয়েছেন তিনি।
প্রবাসী আঙ্গু মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে।
বাংলাদেশ সময়: ২১:১৪:২১ ৪৪৯ বার পঠিত