সোমবার, ৫ মে ২০১৪
দীপিকার গলায় রণবীরের হার
Home Page » বিনোদন » দীপিকার গলায় রণবীরের হার
বঙ্গ-নিউজ ডটকমঃবলিউডের স্টার প্রেম মানেই প্রেম নিয়ে নানা কেরামতি। কখনও প্রেমিকার নাম হাতে খোদাই করা, তো কখনও প্রেমিকের নামের আদ্যক্ষর ঘাড়ের পিছনে ট্যাটু করে নেওয়া। তবে সেই প্রেম বেশিদিন চলুক না চলুক, প্রেম নিয়ে আদিখেত্যা বলিউডে চলছে চলবে। এই যেমন বলি গুঞ্জনের নতুন রসদ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এখন এই প্রেম প্রেম দেখাতেই বেশ ব্যস্ত। তবে এবার ট্যাটু এঁকে নয়, বরং দীপিকার গলায় দেখা গেল রণবীরের হার।বলিউডে পা রাখার পর থেকে রণবীর নিজের গলা থেকে আলাদা করেননি, এক হৃদয় আকারের লকেটওয়ালা গলার হার। সেই হারটি নাকি রণবীরের লাকি চার্ম। আর সেই লাকি চার্মই কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে দীপিকার গলায়। জানা গেছে, আইফা পুরস্কারে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমান বন্দরে দীপিকাকে ছাড়তে গিয়েই নাকি এই হার দীপিকার গলায় নিজের হাতে পড়িয়ে দিয়েছেন রণবীর। আইফা পুরস্কারে জন ট্র্যাভোলটার মুখে নিজের প্রশংসা শুনে গদগদ হলেও, দীপিকা কিন্তু চেপে গিয়েছে রণবীর হার উপহার ঘটনা।
বাংলাদেশ সময়: ১৮:০০:০৯ ৪১০ বার পঠিত