শনিবার, ১০ মে ২০১৪
গম্ভীরের আস্থা এবার সাকিব ও নারাইনের উপর
Home Page » খেলা » গম্ভীরের আস্থা এবার সাকিব ও নারাইনের উপর
বঙ্গ-নিউজঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সপ্তম আসরে এখন পর্যন্ত চমকপ্রদ খেলা দেখিয়েছেন বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। এই দুই স্পিনারের উপর ভরসা রাখছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। দ্বিতীয়বারের মতো শিরোপা পেতে গম্ভীরের আস্থা নারাইন-সাকিবের উপর। তিনি আরও বলেন,‘তারা দুজন অসাধারন বোলার এবং দারুণ বোলিং করে যাচ্ছে।’ গম্ভীর এও বলেন,‘পরের ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা এখন ভারতের কন্ডিশনে রয়েছি। আমাদের বিশ্বাস তারা দুজন টুর্নামেন্টে আমাদের চাওয়া পূরণ করবে।’ এখন পর্যন্ত নারাইন ১২ টি উইকেট নিয়েছেন আর সাকিব নিয়েছেন ৬ টি। দুজনের রান রেটও অনেক ভালো।
বাংলাদেশ সময়: ১৮:১০:৩৫ ৫১৩ বার পঠিত