
শনিবার, ১৭ মে ২০১৪
শাহজালালে ১২ কেজি সোনাসহ তিনজন আটক
Home Page » জাতীয় » শাহজালালে ১২ কেজি সোনাসহ তিনজন আটক বঙ্গ-নিউজ ডটকমঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ওজনের ১০১ টি সোনার বারসহ তিন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।শনিবার সকাল সাড়ে নয়টায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইসরাত জাহান রুমা বলেন, দুবাই থেকে সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫২ ফ্লাইট সকাল নয়টায় ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের তল্লাশি করে ১২ কেজি সোনা উদ্ধার (১০১টি বার) করা হয়। এর বাজার মূল্য ছয় কোটি টাকা।
এসময় যাত্রী জয়নাল, সবুজ ও রুমান নামের তিন যাত্রীকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৫:৪০ ৩৭৬ বার পঠিত