বুধবার, ২৮ মে ২০১৪
পিকআপের ধাক্কায় চালক নিহত
Home Page » আজকের সকল পত্রিকা » পিকআপের ধাক্কায় চালক নিহত
ডেস্করিপোর্টঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় পিকআপের ধাক্কায় ট্রাক চালক (৩৫) নিহত হয়েছেন।বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটেছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামাল পাশা জানান, ভোর সাড়ে চারটার দিকে মাস্টারবাড়ি এলাকায় একটি দাঁড়ানো ট্রাককে ঢাকাগামী একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নীচে থাকা ট্রাক চালক গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০:৪৮:১২ ৪৮৫ বার পঠিত