
শনিবার, ১২ জুলাই ২০১৪
হাহাকার - রোকসানা লেইস
Home Page » এক্সক্লুসিভ » হাহাকার - রোকসানা লেইসআমার চোখের সামনে উজ্জ্বল রোদ রঙিন ফুলের বাগানআষাঢ়ি পূর্ণিমার দুধেল রঙ, সুখ আর শান্তির ছড়াছড়ি
অথচ আমি অস্থির হয়ে যাচ্ছি-
রক্তাক্ত শিশুর দেহ, হয়ে যাচ্ছে ফুল পাতা সবজী,
পাখির কাকলি হয়ে উঠছে আঘাত প্রাপ্তের আর্তনাদ
মৃতের শেষ নিঃশ্বাস-
সারা পৃথিবী জুড়ে এক নীল আকাশ সবুজ বনানী,
নদীর স্রোত মাটির ঘ্রাণ, উজ্জ্বলতা আর তারার গাঁথুনি,
অথচ এতো ভাগাভাগি; এত বখরা-
যারা এ ভোগদখলের কিছুই জানে না, নিস্পাপ শিশু
জন্মভূমির দায় মিটিয়ে গোলা আর বোমার আঘাতে
রক্তাক্ত দেহ নিয়ে কাঁদছে-
নির্বিকার অফিস করছে ইউ এন এবং সমস্ত দেশের
প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিদিনের কাজে
নেই কোন ব্যতিক্রম-
শুধু আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, সকাল সন্ধ্যা একাকার
চোখের সামনে কালো ধোঁয়া ভাঙ্গা ইট-সুরকি
আর রক্তের লাল-
রক্ত প্রবাহ, নিথর দেহ ঘিরে ফেলছে সমস্ত উজ্জ্বলতা পৃথিবীর,
জন্মভূমির দায় মিটানো মানুষ, বিভিষিকাময় কলঙ্ক লেপন করছে
নির্বিকার মানুষ জাতির অহংকারে-
আনন্দে উল্লাসরত বিশ্বকাপের খেলা বা পবিত্র ধর্মের উপবাসরত মানুষ
কতটুকু বিচলিত; মসজিদ, মন্দির, প্যাগডা গীর্জায় প্রার্থণারত হয়ে
মানবতা নাকি ধর্মের গান গাইবে–
আমি এবং কিছু আমার মতন অসহায় মানুষের কান্না আকুতি
তোমাদের জন্য; তোমাদের রক্ত প্রবাহের সাথেই বয়ে যাবে
নির্বিকার এই পৃথিবীর বুকে-
শুধু ইচ্ছে হয় যদি আমি হতাম সেই শক্তিমান মানুষ
মুছে দিতাম পৃথিবীর সমস্ত মানুষের কান্না,
গোলা বারুদে নয় হৃদয়ের উত্তাপে-
বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৯ ১০২৫ বার পঠিত