শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪
ধুনটে জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন
Home Page » প্রথমপাতা » ধুনটে জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন
বঙ্গ-নিউজ: বগুড়ার ধুনটে এক মৎস্য চাষির প্রায় ৩ একর আয়তনের সরকারি জলাশয়ে বিষ দিয়ে লাখ টাকা মূল্যের মাছের ক্ষতি করেছে দুর্বৃত্তরা।শুক্রবার সকাল ১০টার দিকে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী রাশেদ তালুকদার ধুনট থানায় অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে টেপা দহ নামে সরকারি জলাশয়ে মাছ নিধনের ঘটনা ঘটে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চত করে বাংলানিউজকে জানান, রাতের বেলা কে বা কারা জলাশয়ে বিষ দিয়ে মাছের ক্ষতি করেছে তা জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি অধিকতর তদন্তের মাধ্যমে অপরাধীকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য চাষি রাশেদ তালুকদার বাংলানিউজকে জানান, জলাশয়টি বার্ষিক ৭ হাজার ৮শ’ টাকা মূল্যে ৩ বছরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে ইজারা বন্দোবস্ত নেওয়া হয়েছে।
সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়। কে বা কারা রাতের বেলায় জলাশয়ে বিষ দিয়ে প্রায় লাখ টাকার মাছের ক্ষতি করেছে।
বাংলাদেশ সময়: ১০:৪৪:০৫ ৪৭৬ বার পঠিত