
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪
মিথ্যাবাদী শাকিব খান : জিৎ
Home Page » বিনোদন » মিথ্যাবাদী শাকিব খান : জিৎবঙ্গ-নিউজ: নিজস্ব প্রতিবেদক-আল রিআন:কinsakibdex.jpgলকাতার সঙ্গে শাকিব খানের যৌথ প্রযোজনার একটি মুভিতে অভিনয় করার কথা ছিল টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিৎ গাঙ্গুলির।
আর এ তথ্যটি দিয়েছিলেন কিং শাকিব।কিন্তু জিৎ পুরো বিষয়টিকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন।
জানা যায়, চলতি মাসের ১৬ তারিখ টালিগঞ্জের সুপারস্টার জিৎ গাঙ্গুলির সঙ্গে তার অফিসে কথা হয় দেবাশীষ বিশ্বাস ও জিয়াউদ্দিন আলমের। তখন তারা জিতের কাছে জানতে চান, বাংলাদেশের আর কোনো নতুন মুভিতে কাজ করবেন কি না।
এ প্রশ্নের জবাবে জিৎ বলেন, আমি বাংলাদেশের মুভিতে কাজ করতে চাই। ভালো কোনো গল্প পেলে অবশ্যই কাজ করব।
তখন তাকে শাকিব খানের মুভিতে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে জিৎ অবাক হয়ে বলেন, খবরটা এই প্রথম আপনাদের কাছে শুনলাম। আমি রাজীবকেও চিনি, শাকিবকেও চিনি। তারা আমার সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনাই করেনি।
প্রসঙ্গত, কিছুদিন আগে দেশের বিভিন্ন গণমাধ্যমকে শাকিব খান জানিয়েছিলেন, কলকাতার সঙ্গে তার যৌথ প্রযোজনার মুভির জন্য চূড়ান্ত হয়েছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী ও বাংলাদেশের অপু বিশ্বাস। মুভিটিতে শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করবেন টালিগঞ্জের সুপারস্টার জিৎ। আর এ মুভি পরিচালনা করবেন রাজীব বিশ্বাস ও বদিউল আলম খোকন।
বাংলাদেশ সময়: ১৩:৪১:৫৪ ১৩২২ বার পঠিত