
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪
উজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ
Home Page » খেলা » উজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশবঙ্গনিউজ-উজবেকিস্তানের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলো না বাংলাদেশের ফুটবলাররা। এশিয়ান গেমস ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকদের কাছে ৩-০ গোলে পরাজিত হয় লাল-সবুজ জার্সিধারীরা।বৃহস্পতিবার ইনচনে উজবেকিস্তানের সোদিয়েভ ১৩ ও ২০ মিনিট একাই করেন দুই গোল। এছাড়া ৩৩ মিনিটে অপর গোলটি করেন রাসিদেভ। ফলে বড় পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মামুনুলদের।
এর আগে উজবেকিস্তানের সঙ্গে আগের চার সাক্ষাতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইয়ে জাতীয় দলের তিন লড়াইয়ের ফলাফল ছিল ৬-০, ৫-০, ৪-০। গত গুয়াংজু এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দল হেরেছে ৩-০ গোলে।
১৯৭৮ ব্যাংকক এশিয়াডে প্রথম খেলা বাংলাদেশ ফুটবল দল এখন পর্যন্ত এই গেমসের প্রথম পর্ব পেরোতে পারেনি।
এবারের আসরে দক্ষিণ কোরিয়ার ইনচনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১-০ গোলে পরাজিত করে মামুনুল বাহিনী।
এশিয়াডে নিজেদের শেষ ম্যাচে আগামী ২২ সেপ্টেম্বর হংকংয়ের মোকাবেলা করবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২১:৩০:১৯ ৩৬৭ বার পঠিত