শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪
ভারতে ফের চলন্ত গাড়িতে ধর্ষণ
Home Page » বিশ্ব » ভারতে ফের চলন্ত গাড়িতে ধর্ষণ
বঙ্গনিউজ-নয়া দিল্লি: ভারতে আবারো ঘটলো চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা। দিল্লির রাস্তায় এবার চলন্ত গাড়িতে এক তরুণীকে ধর্ষণ করেছে তার প্রেমিক ও সহযোগীরা। ২৩ বছর বয়সী ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছেন, বুধবার শেষ রাতে চলন্ত গাড়িতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তার প্রেমিক তাকে ধর্ষণ করেছেন।
দিল্লি পুলিশ জানিয়েছেন, ভুক্তভোগী ওই তরুণী গতকাল রাতে তার প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হন। এক পর্যায়ে প্রেমিক তাকে কোমল পানীয়ের সঙ্গে চেতনা নাশক খাইয়ে অচেতন করে ফেলে। তারপর চলন্ত গাড়িতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিক তরুণীকে ধর্ষণ করে।
ধর্ষণের পর তরুণীকে দক্ষিণ দিল্লির নেহেরু প্যালেসের সামনের রাস্তার ফেলে পালিয়ে যায় ধর্ষকরা।
এক অটোরিকশা চালক অচেতন তরুণীকে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তরুণীকে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুজনকে আটক করা হয়েছে। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
বাংলাদেশ সময়: ০:৫১:০৭ ৪০৯ বার পঠিত