মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪
আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত
Home Page » জাতীয় » আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত
বঙ্গ-নিউজ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে খবর প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বরাত দিয়ে খবরটি প্রকাশিত হয় বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার লন্ডনে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবরে বলা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্তটি কার্যকর হবে বলে সূত্র জানিয়েছে।ইসলাম সম্পর্কে কটূক্তি করার এক দিন পর তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়ার এই সিদ্ধান্ত হলো।
এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি টেলিভিশনে দেখেছেন। তিনি এর চেয়ে বেশি কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২১:৫৯:৫৪ ৪০৬ বার পঠিত