শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪
বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
Home Page » আজকের সকল পত্রিকা » বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্টঃযুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। সফর শেষে লন্ডন হয়ে বৃহস্পতিবার সকালে দেশে পৌঁছান তিনি।
বাংলাদেশ সময়: ১২:৫৯:২৯ ৩৯২ বার পঠিত