রবিবার, ১২ অক্টোবর ২০১৪
হাতিরঝিল থেকে মৃত নবজাতক উদ্ধার
Home Page » সংবাদ শিরোনাম » হাতিরঝিল থেকে মৃত নবজাতক উদ্ধার
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক মৃত মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল চারটায় হাতিরঝিল বউবাজারের মাঝামাঝি পাকা রাস্তা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বঙ্গনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত নবজাতককে কেউ হয়ত ফেলে দিয়ে গেছেন। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:০০ ৪০৪ বার পঠিত