বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪
বার্সায় মেসির এক দশক
Home Page » খেলা » বার্সায় মেসির এক দশক
বঙ্গ-নিউজ ডটকমঃ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে এক নতুন গল্প তৈরি করলেন লিওনেল মেসি। আজকের এই দিনে (১৬ অক্টোবর, ২০০৪) তিনি বার্সেলোনার মূল দলে নাম লেখান।
দেখতে দেখতে কাতালান এই ক্লাবটির হয়ে তিনি পার করে ফেলেছেন দশটি বছর। আর এই এক দশকে তিনি পেয়েছেন অসংখ্য সফলতা।
বার্সার ছোট দলে ২০০৩ সালে প্রথম অভিষেক হয় আর্জেন্টাইন এই অধিনায়কের। পরে ২০০৪ সালের ১৬ অক্টোবর ১৭ বছর বয়সে মূল দলে যোগ দেন তিনি।
মেসি ৩০ নম্বর জার্সি নিয়ে তার প্রথম খেলায় নামেন এসপিওনালের বিপক্ষে। যদিও এ ম্যাচে তিনি গোল করা ডেকোর পরিবর্তে খেলা শেষ হবার আট মিনিট আগে মাঠে নামেন। ম্যাচটি বার্সা ১-০ গোলে জয় পেয়েছিল। সে ম্যাচে মেসির বয়স ছিল ১৭ বছর ১১৪দিন। যা ছিল কাতালানদের হয়ে সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে অভিষেক।
পরে অবশ্য বোজান কিরকিচ এই রেকর্ডটি ভেঙ্গে দেন। তবে এর পর মেসিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দলের হয়ে করেছেন একের পর এক রেকর্ড। তিনি এখন পর্যন্ত বার্সার হয়ে খেলেছেন ২৮৪টি ম্যাচ আর গোল করেছেন ২৪৯টি। আর শিরোপা জিতেছেন ২১টি।
এই শিরোপা গুলোর মধ্যে রয়েছে ছয়টি লা লিগা ট্রফি, তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, দুটি উয়েফা সুপার কাপ ও দুটি ক্লাব বিশ্বকাপ শিরোপা।
আর্জেন্টাইন এই তারকা এ সময়ের মধ্যে জিতেছেন চারবার ব্যালন ডি’অর পুরস্কার। এদিকে আর মাত্র দুটি গোল হলে মেসি ছুঁয়ে ফেলবেন স্প্যানিশ ক্লাবের তেমো জারার ২৫১টি গোল করার রেকর্ড।
বাংলাদেশ সময়: ১৮:১৩:৪৬ ৩৯৯ বার পঠিত