মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
সানি লিওন স্বামীকে খুশি করে দিলেন
Home Page » বিশ্ব » সানি লিওন স্বামীকে খুশি করে দিলেন
বঙ্গ-নিউজ ডটকমঃ প্রাপ্তবয়স্কদের উপযোগী হোক আর বলিউডের মসলাদার ছবি হোক, সানি লিওন পুরুষ হৃদয়ে ঝড় তুলে চলেন পর্দায়। বাস্তবেও ছেলেদের কীভাবে খুশি করতে হয় তা ভালোই জানেন তিনি। তাই স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।
পর্দায় নানান সাজে দর্শকদের সামনে এলেও বাস্তবে সানি লিওন দিনের শেষে অন্যের ঘরণী। বলিউডে তার যে ব্যস্ততা বেড়েছে তাতে ড্যানিয়েলকে খুব একটা সময় দিতে পারেন না। তবুও ড্যানিয়েলের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা বরাবরই বলে এসেছেন সানি। বড়দের জন্য বানানো ছবিতে কাজ করার নিয়েও কোনো আপত্তি শুনতে হয়নি তাকে। সম্প্রতি স্ত্রীকে বিলাসবহুল গাড়ি ম্যাসেরেটি উপহার দেন ড্যানিয়েল।
সানি এখন ‘মাস্তিজাদে’ ছবির কাজ করছেন। এর দৃশ্যধারণের ফাঁকেই স্বামীর জন্মদিন উদযাপন করলেন তিনি। ব্যাটম্যান ও সুপারম্যান আদলের কেকটি কাটার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এই তারকা।
এদিকে তেলেগু ছবি ‘কারেন্ট থিগা’য় সানি লিওনের আইটেম গানের ভিডিও সাড়া জাগিয়েছে দক্ষিণ ভারতে। এতে লুঙ্গি পরেও নেচেছেন, বাথটাবে শরীর দুলিয়েছেন তিনি। এবারই প্রথম তেলেগু ছবিতে কাজ করলেন।
বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৫ ৫২৭ বার পঠিত