শনিবার, ২৫ অক্টোবর ২০১৪
ওয়াশিংটনের স্কুলে ছাত্রের গুলি, নিহত ২
Home Page » বিশ্ব » ওয়াশিংটনের স্কুলে ছাত্রের গুলি, নিহত ২
বঙ্গ-নিউজ ডটকমঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের মেরিসভিল-পিলচাক হাইস্কুলে নির্বিচারে গুলি চালিয়েছে এক ছাত্র। এতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এরপর ওই ছাত্র নিজেও আত্মহত্যা করে।
গুলি চালনাকারী ওই ছাত্রের নাম, জেলীন ফ্রাইবার্গ। ছাত্রটি মাত্র কয়েক মাস আগে ওই স্কুলে ভর্তি হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
দ্য সিটল টাইমস জানায়, স্থানীয় সময় শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ওয়াশিংটনের মেরিসভিল-পিলচাক হাইস্কুলে এ ঘটনা ঘটে।
স্কুলের ক্যাফেটেরিয়ায় ঢুকে একটি টেবিলের ওপর দাঁড়িয়ে জেলীন ফ্রাইবার্গ উপর্যুপরি গুলি চালায়। এতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়। এদের মধ্যে অন্তত তিনজন শিক্ষার্থী ও একজন শিক্ষক। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কর্তৃপক্ষ স্কুলটি বন্ধ ঘোষণা করেছে
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৩ ৩৯৫ বার পঠিত