রবিবার, ২৬ অক্টোবর ২০১৪
বাসায় ফিরেছেন কবি নির্মলেন্দু গুণ
Home Page » আজকের সকল পত্রিকা » বাসায় ফিরেছেন কবি নির্মলেন্দু গুণ
তমালঃদুর্গাপুর(নেত্রকোনা) নিজস্ব প্রতিবেদক :বঙ্গ-নিউজ ডটকমঃসফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন কবি নির্মলেন্দু গুণ। ল্যাব এইড হাসপাতাল থেকে গতকাল শনিবার তাকে রিলিজ দেয়া হয়।কবি নির্মলেন্দু গুণের চিকিৎসক কার্ডিওলজিস্ট ডা. মাহবুবর রহমান জানান, তিনি এখন সুস্থ রয়েছেন। বাইপাস পরবর্তী কবি গুণকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রেখে গতকাল রিলিজ দেয়া হয়।
এর আগে গত ১২ অক্টোবর বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১২:৫৬:০৫ ৪২৬ বার পঠিত