রবিবার, ২৩ নভেম্বর ২০১৪
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ
Home Page » আজকের সকল পত্রিকা » প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে । এ বছর সারা দেশে মোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সারা দেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীতে রয়েছে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ পরীক্ষার্থী।
এবার পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রীদের সংখ্যা বেশি দুই লাখ ১৫ হাজার ২১১ জন।
এবার মোট ছয়টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১০:৩৯:১৬ ৩০৫ বার পঠিত