বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০১৪
ফেসবুকে ভয়ঙ্কর ফাঁদ
Home Page » এক্সক্লুসিভ » ফেসবুকে ভয়ঙ্কর ফাঁদ
বঙ্গ-নিউজঃযৌনচক্রের সঙ্গে যুক্ত বিভিন্ন দল ফেসবুকের মতা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে তরুণীদের প্রলোভন দেখিয়ে তাদের অপরাধ ও দেহব্যবসায় অন্ধকারে ঠেলে দিচ্ছে। ইউরোপিয়ান পোলিসিং এজেন্সি ‘ইরোপোল’-এর প্রধান সম্প্রতি এই কথা জানিয়েছেন।রব বেনরাইট জানিয়েছেন, যৌনচক্রীরা এই কারণে ছোট শিশুর দেখভাল বা সাফাই কর্মীর নকল বিজ্ঞাপন পোস্ট করে, এবং এরপরই চ্যাটিংয়ের মাধ্যমে নিজের শিকারের উপর নজর রাখে। এরপর পাচারকারীরা তরুণীদের ফাঁসানোর জন্য নিজেরা তাদের সঙ্গে দেখা করে কথা বলত। কিন্তু বর্তমানে নতুন টেকনোলজির ফলে এক ক্লিকেই অর্ধ শতাধিক তরুণী তাদের জালে ফেঁসে যায়। রবের মতে এতে ঝুঁকি কম ও লাভ বেশি। এরফলে এই আপরাধী দলগুলো বছরে প্রায় ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে।ইউরোপেই প্রায় পাঁচ লাখ এমন শিকার রয়েছেন যারা রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, ব্রিটেন, জার্মান, বেলজিয়াম ও নেদাল্যান্ডের বাসিন্দা। রব বেনরাইট জানিয়েছেন, এই ধরণের চক্রকে নাস্তানাবুদ করতে অন্যান্য দেশের সাহায্য নিয়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে চেষ্টা চালাবেন।
বাংলাদেশ সময়: ৯:৩৮:৪৮ ৪০৬ বার পঠিত