বুধবার, ৩ ডিসেম্বর ২০১৪
পারমাণবিক বোমা বানাল আইএস
Home Page » প্রথমপাতা » পারমাণবিক বোমা বানাল আইএস
বঙ্গ-নিউজ:মসুল: ‘ডার্টি বম্ব’ নামে নতুন একটি পরমাণু বোমা বানানোর দাবি করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দি লেভান্ট (আইএসআইএল)।
ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় থেকে নেয়া ৪০ কেজি ইউরেনিয়াম ব্যবহার করে এসব পরমাণু অস্ত্র তৈরি করা হয়েছে। গত জুনে ওই ইউরেনিয়াম আইএসআইএল’র হস্তগত হয়েছিল।
‘ডার্টি বম্ব’ লন্ডনে ফাটানো হলে পরিণাম কী হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে গর্ব করেছে ইসলামিক স্টেট। যারা এসব হুমকি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ বিস্ফোরক বিশেষজ্ঞ হুমায়ুন তারিক।
তাকফিরিদের সঙ্গে যোগ দেয়ার জন্য ২০১২ সালে ব্রিটেন ত্যাগ করেছিলেন তিনি। বর্তমানে সিরিয়ায় ব্রিটিশ তাকফিরিদের প্রশিক্ষণ দিচ্ছেন হুমায়ুন তারিক।
প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান মিশিয়ে ‘ডার্টি বম্ব’ তৈরি করা হয়েছে। বিস্ফোরণের মাধ্যমে ব্যাপক এলাকায় তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে দিয়ে দীর্ঘমেয়াদি প্রাণঘাতী পরিবেশ তৈরি করাই এ বোমার লক্ষ্য।
মসুল বিশ্ববিদ্যালয় থেকে তাকফিরিদের ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম হাতিয়ে নেয়ার বিষয়টি জুলাই মাসে জাতিসংঘকে অবহিত করেছিল ইরাক।
জাতিসংঘে নিয়োজিত ইরাকি রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আলহাকিম এক চিঠিতে বিষয়টি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে জানিয়েছিলেন।
গত বছরের আগস্টে সিরিয়ায় হামলা চালানোর সময়ে আইএস বাহিনী রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেছিল।
সূত্র: ডেইলি মিরর
বাংলাদেশ সময়: ১৭:৫৪:০৬ ৩৪৯ বার পঠিত