মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০১৪
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
তমাল সাহা,স্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।।জেলার দুর্গাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে মঙ্গলবার।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’।‘‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি‘র সভাপতি আলহাজ্ব আকবর আলী মিয়া তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ বাম রাজনীতি ব্যাক্তিত্ব ও সমাজ কমী দূর্গা প্রসাদ তেওয়ারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি‘র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন চুন্নু,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ হক প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৪:২৪:২০ ৪৯৬ বার পঠিত