শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪
দুর্গাপুরে কপালে এক চোখ বিশিষ্ট শিশুর জন্ম
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে কপালে এক চোখ বিশিষ্ট শিশুর জন্ম
তমাল,স্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।।দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা এক প্রসুতি দুপুরে কপালে থাকা এক চোখ বিশিষ্ট কন্যা শিশুর জন্ম দিয়েছে বলে এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের জীবন মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (২৫)শিশুটির জন্মদেয়। এ চাঞ্চল্যকর দৃশ্যটি দেখার জন্য শতশত মানুষ হাসপাতালে ভিড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির শারিরিক অবস্থা অ-স্বাভাবিক ছিল। কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটিকে বাঁচিয়ে রাখা কঠিন হবে বলে আমরা মনে করি। শিশুটির অন্যান্য অঙ্গ স্বাভাবিক ছিল বলে ডাক্তার জানান। এটি জীবন ও রেজিয়ার দ্বিতীয় সন্তান।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:৪৩ ৫৩৭ বার পঠিত