সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪
দুর্গাপুরে স্থানীয় সাংসদের ব্যাক্তিগত উদ্যেগে দুটি গাভী বিতরণ
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে স্থানীয় সাংসদের ব্যাক্তিগত উদ্যেগে দুটি গাভী বিতরণ
তমালসাহা,স্টাফ রিপোর্টার,ঢাকা অফিস।।দুর্গাপুর উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস এর উদ্যোগে সোমবার দলছুট বন্য হাতি দ্বারা দুটি ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে দুটি গাভী বিতরণ করেন।
উল্লেখ্য যে, ২৪ এপ্রিল ২০১৪ ইং তারিখে হঠাৎ গারো পাহাড় থেকে সমতলে নেমে আসা একটি পাগলা হাতি দুর্গাপুর পৌর শহরের মিঠাপুকুর পাড় নিবাসী প্রবাসী শিবু পান্ডে(৪০), নলুয়া পাড়া গ্রামের আবু তাহের(৭২) কে আক্রমন করলে সাথে সাথে দ‘ুজনই মারা যান। ক্ষতিগ্রস্থ পরিবার দুটো ১ মাস পূর্বে বনবিভাগ কর্তৃক ১ লক্ষ টাকা করে অনুদানের চেক পেয়েছেন। সেই অভিভাবকহীন শিবু পান্ডের বিধবা পত্মী ইতি রানী পান্ডে, মৃত আবু তাহেরের ছেলে দুলাল মিয়ার স্থানীয় সংসদ সদস্য দুটি গাভী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, পৌর মেয়র শ,ম জয়নাল আবেদীন,স্থানীয় সাংবাদিকবৃন্দ,ইউ,পি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৫২:২২ ৪৯৯ বার পঠিত