শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪
সাতকানিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
Home Page » প্রথমপাতা » সাতকানিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
বঙ্গ-নিউজ ডটকম (আমিনুল): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার পাঠানী পুল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মহাসড়ক পুলিশের দোহাজারি ফাঁড়ির পরির্দশক একেএম কাউছার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।”
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান।
বাংলাদেশ সময়: ১৯:২৬:২০ ৪৪৬ বার পঠিত