রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪
কিবরিয়া হত্যা মামলায় আরিফ-হারিছসহ ১১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট
Home Page » জাতীয় » কিবরিয়া হত্যা মামলায় আরিফ-হারিছসহ ১১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট
বঙ্গনিউজ:সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার ৪র্থ সম্পুরক চার্জশিট গ্রহণ করেছে আদালত।
একই সাথে সম্পুরক চার্জশিটে সংযুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সেক্রেটারি হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্জ জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে চাওয়া জামিন আবেদন নাকচ করা হয়েছে।
হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রশিদ আহমদ মিলন এ আদেশ দেন।
কিবরিয়া হত্যা মামলা শুনানির জন্যআজ রোববার ছিল পূর্ব নির্ধারিত তারিখ।
আলোচিত এ মামলাকে ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রায় একই স্থানে অবস্থান নেয়।
এনিয়ে উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুনানির সময় বাদী ও আসামিপক্ষে অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২৯:৩৯ ৪৬১ বার পঠিত