বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০১৪
আজ শুভ বড়দিন যীশুখ্রীষ্টের জন্মদিন
Home Page » আজকের সকল পত্রিকা » আজ শুভ বড়দিন যীশুখ্রীষ্টের জন্মদিন
তমালসাহা,স্টাফরিপোর্টার,ঢাকাঅফিসঃবাংলাদেশে আদিবাসী অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত নেত্রকোনা জেলার সুসঙ্গ দূর্গাপুর উপজেলায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ৪৩ টি গীর্জায় শুভ বড়দিন উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা। স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের উদ্যোগে খ্রীষ্ট ধর্মের লোকজনের উৎসব আরো জাকজমক হওয়ার জন্য এই প্রথম বারের মত সরকারী তহবিল থেকে শুভ বড়দিন উপলক্ষে বিরিশিরি ও রানীখং গীর্জায় ৮ শত কেজি করে এবং বাকী ৪১ টি গীর্জায় ৫ শত কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়।
শুভ বড়দিনকে ঘিরে স্থানীয় প্রশাসন খ্রীষ্ট ধর্মীয় লোকজন যেসব এলাকাতে বসবাস করেন গীর্জসহ সে সব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে দূর্গাপুর পুলিশ প্রশাসন জানিয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৪৮:১২ ৬৪৬ বার পঠিত