বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমে কম্বল বিতরণ
Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমে কম্বল বিতরণ
তমাল সাহা,স্টাফরিপোর্টার,ঢাকাঅফিসঃনেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে গরীব,দুঃস্থ,পঙ্গু,প্রতিবন্দী,আদিবাসীসহ ২০০ জন নারী পুরুষের মাঝে বুধবার রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়।ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এর মহারাজ স্বামী হরিপ্রিয়ানন্দ ও ব্রহ্মচারী গোপাল চৈতন্য মহারাজ দ্বয়গন উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দুর্গাপুর কুল্লাগড়া আশ্রমের সহসভাপতি গোপাল সাহা,সাধারন সম্পাদক প্রভাত চন্দ্র সাহা,অত্র ওয়ার্ডের প্রাক্তন কমিশনার দীলিপ সাহা, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল,ধ্র”ব সরকার,নিতাই সরকার,তমাল সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৪ ৩৮১ বার পঠিত