রবিবার, ৪ জানুয়ারী ২০১৫
ব্যাপক ধরপাকড়, রাজধানীজুড়ে আতঙ্ক
Home Page » জাতীয় » ব্যাপক ধরপাকড়, রাজধানীজুড়ে আতঙ্ক
বঙ্গ-নিউজ:রাজধানীতে ব্যাপক ধরপাকড় চলছে, রাস্তাগুলো ইতোমধ্যেই ফাঁকা হয়ে পড়ছে। ঢাকার রাস্তাগুলোতে যানবাহনও চলছে না বললেই চলে। পুরান ঢাকার ইসলামবাগে বোমা বিস্ফোরণে কৃষক লীগ নেতা ইদ্রিস আলী (৪০) নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামীকাল ৫ জানুয়ারির কর্মসূচি পালনে অনড় থাকার প্রেক্ষাপটে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
ঢাকার বিভিন্ন স্থানের দোকানপাটও বন্ধ হয়ে গেছে। অনেক দোকানি অভিযোগ করেছেন, পুলিশই তাদের দোকান বন্ধ করে দিতে বাধ্য করেছে। এমনকি পান দোকান, চায়ের দোকান পর্যন্ত বন্ধ করতে বাধ্য করা হচ্ছে।
ইতোমধ্যে বিপুলসংখ্যক লোককে আটক করা হয়েছে। দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১:১৭:৫৫ ২৯০ বার পঠিত