বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০১৫
জিয়ানগরে যাত্রীবাহী বাসে ভাঙচুর
Home Page » জাতীয় » জিয়ানগরে যাত্রীবাহী বাসে ভাঙচুর
বঙ্গ-নিউজঃ পিরোজপুরের জিয়ানগরে ফাল্গুনি পরিবহনের একটি বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চণ্ডিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাল্গুনি পরিবহনের ওই বাসটি গোডাউন এলাকায় এলে অবরোধকারীরা হামলা চালিয়ে বাসটির দুই পাশের অধিকাংশ গ্লাস ভাঙচুর করে। তবে, এতে কোন যাত্রী আহত হননি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০:২৭:২৮ ৪৫০ বার পঠিত